শিক্ষিত সমাজে সভ্যতা সময়ের দাবী

সামাজিক সমাজে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সভ্যতা জাতির হৃৎপিণ্ড। সন্তানদেরকে শিক্ষা পাশাপাশি সভ্য হিসাবে গড়ে তোলা প্রতিটা অভিভাবকদের জন্য একান্ত কর্তত্ব।শিক্ষার সাথে যদি সভ্যতা না থাকে তাহলে মনুষ্যত্ব হারিয়ে যায়। আমাদের চতুর্পাশে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু সভ্যতা সবার মাঝে নেই বললেই চলে। সভ্যতা হারিয়ে যাওয়ার ফলে শিক্ষিত মানুষগুলোও এখন অন্যায়ের সাথে […]